International Academic Programme Wing

SSC program is not available in Seoul, South Korea

আবেদনের পূর্বে নিন্মোক্ত নির্দেশনাগুলো পড়ুন

ভর্তির যোগ্যতা
সংশ্লিষ্ট দেশে বসবাসরত বাংলাদেশী নাগরিক/বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে এবং
এসএসসি ভর্তিচ্ছুদের ক্ষেত্রে : জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এইচএসসি ভর্তিচ্ছুদের ক্ষেত্রে : এসএসসি/দাখিল/ও-লেভেল বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিএ/বিএসএস ভর্তিচ্ছুদের ক্ষেত্রে : এইচএসসি বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভর্তির আবেদন অনলাইনে পূরণ করার সময় নিম্নের কাগজপত্র প্রস্তুত থাকতে হবে
(১) প্রার্থীর সম্প্রতি তোলা ছবি (৩০০x৩০০ pixel) এবং স্বাক্ষরের (৩০০x১০০ pixel ) স্ক্যান কপি।
(২) জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষার সনদপত্রের স্ক্যান কপি (এসএসসি প্রোগ্রামে ভর্তিচ্ছুদের ক্ষেত্রে)।
(৩) এসএসসি বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষার সনদপত্রের স্ক্যান কপি (এইচএসসি প্রোগ্রামে ভর্তিচ্ছুদের ক্ষেত্রে)।
(৪) এইচএসসি বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষার সনদপত্রের স্ক্যান কপি (বিএ/বিএসএস প্রোগ্রামে ভর্তিচ্ছুদের ক্ষেত্রে)।
(৫) জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড/জন্ম নিবন্ধন সার্টিফিকেটের স্ক্যান কপি।
(৬) পাসপোর্টের স্ক্যান কপি।
(৭) বসবাসের অনুমতি কার্ডের স্ক্যান কপি।
(৮) ভর্তি ফি জমাদান প্রমাণকের স্ক্যান কপি।

ভর্তি ও অন্যান্য ফি
এসএসসি: ১৪০ মার্কিন ডলার (১ম বর্ষ)
এইচএসসি: ১৮০ মার্কিন ডলার (১ম বর্ষ)
বিএ/বিএসএস: ২৫০ (১৩৫+১১৫) মার্কিন ডলার (১ম সেমিস্টার + ২য় সেমিস্টার)

ভর্তি প্রক্রিয়া
সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট/ফেসবুক পেইজে দেওয়া নির্দেশনা মতো ভর্তির জন্য নির্ধারিত ফি জমা প্রদান করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি জমাদানের প্রমাণক সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসে জমা প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন ফরম পূরণে সতর্কতা

এসএসসি :
আবেদন ফরমে শিক্ষার্থীর নিজের নাম ও জন্ম তারিখ এবং পিতা-মাতার নাম অবশ্যই জেএসসি/জেডিসি/ এনআইডি/পাসপোর্ট অনুযায়ী হুবহু লিখতে হবে। শিক্ষার্থীর অষ্টম শ্রেণীর সনদপত্রের সাথে এনআইডি/পাসপোর্ট-এ উল্লিখিত তথ্যের (আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম বা জন্ম তারিখ) গড়মিল পরিলক্ষিত হলে এনআইডি/পাসপোর্ট এর তথ্যকেই সঠিক বলে বিবেচনা করা হবে।

এইচএসসি :
আবেদন ফরমে শিক্ষার্থীর নিজের নাম ও জন্ম তারিখ এবং পিতা-মাতার নাম অবশ্যই এসএসসি /সমমানের সনদ অনুযায়ী হুবহু লিখতে হবে। শিক্ষার্থীর সনদপত্রের সাথে পাসপোর্ট/এনআইডি’তে উল্লিখিত তথ্যের (আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম বা জন্ম তারিখ) গড়মিল পরিলক্ষিত হলে এসএসসি সনদপত্রের তথ্যকেই সঠিক বলে বিবেচনা করা হবে।

বিএ/বিএসএস :
আবেদন ফরমে শিক্ষার্থীর নিজের নাম ও জন্ম তারিখ এবং পিতা-মাতার নাম অবশ্যই এসএসসি /সমমানের সনদ অনুযায়ী হুবহু লিখতে হবে। শিক্ষার্থীর সনদপত্রের সাথে পাসপোর্ট/এনআইডি’তে উল্লিখিত তথ্যের (আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম বা জন্ম তারিখ) গড়মিল পরিলক্ষিত হলে এসএসসি সনদপত্রের তথ্যকেই সঠিক বলে বিবেচনা করা হবে।

বিশেষ দ্রষ্টব্য : কোন প্রার্থী অসদুপায় (জাল সনদ, ভুল তথ্য) অবলম্বন করলে তার ভর্তি বাতিল করা হবে এবং ভর্তি ফি অফেরতযোগ্য হিসাবে বিবেচিত হবে।


যোগাযোগ
বাংলাদেশ দূতাবাস : সৌদি আরব/কাতার/কুয়েত/ইতালি/দক্ষিণ কোরিয়া/সংযুক্ত আরব আমিরাত

ডিন, ওপেন স্কুল, বাউবি (এসএসসি ও এইচএসসি প্রোগ্রামের জন্য)
ইমেইল : dean.os@bou.ac.bd

ডিন, এসএসএইচএল স্কুল, বাউবি (বিএ/বিএসএস প্রোগ্রামের জন্য)
ইমেইল : bousshl2019@bou.ac.bd

ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং, বাউবি
ইমেইল : iapw@bou.ac.bd

General Information

Give your Co-ordination center name, programme, group, batch, session.


Learners Information

Give your Personal Information


(House No, City/Town, State/Province, Zip Code/Postal Code, Country)
(Vill/house No, Post Office, Thana/Upazilla, District, Post code, Country)

Academic Information

Give your Personal Information


If you choose "Class 8 Pass" then just write, "Pass".

Upload Documents

Give your Personal Information